নাটালী পোর্টম্যানের বাংলা সংস্করন

Kamdev 2014-08-01 Comments

– সেটা কি বের করা সম্ভব

– এটুকুই যদি না পারো তাহলে আমার সাথে মিশবে কিভাবে

– যদি বলি আপনাকে কিভাবে যেন মনে হয়েছে অনেক আগে থেকে চিনি

– উপন্যাসের ডায়ালগ?

– অনেস্টলী বলছি। ওরকম ফিলিংস হয়েছে। আমি আগেও মেয়েদের সাথে মিশেছি, কয়েক মাস আগে পর্যন্ত আমার এ্যাফেয়ার ছিল, মানে ব্রেকআপ হওয়ার আগে। এরকম ফিলিংস হয় নি

– এসব শুনতে চাই না, কনক্রীট বক্তব্য চাই, খুজে পেলে আমাকে জানাবে

রিমি আরো জেরা করলো আমাকে নিয়ে। কি করি, কি পড়ি, প্রায় ইন্টারভিউ টাইপের। রিমি আমার চেয়ে বয়সে বড় জেনেও কেন পিছপা হইনি তার কিছু কারন দিতে হলো। খুব স্যাটিসফ্যাকটরী উত্তর হয় নি হয়তো, আবার খারাপও হয় নি। উঠে যাওয়ার সময় জোর করে বিল দিতে দিল না আমাকে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে বিদায় নিলাম, আবার দেখা হবে কি না সে প্রসঙ্গে কিছু বললো না। আমি অবশ্য যে পরিমান চার্জড আপ হয়েছি একমাস কেটে যাবে রিফিল ছাড়াই। ফুরফুরে মেজাজে বন্ধের দিন গুলো কেটে যেতে লাগলো। ক্লাসমেটদের সাথে ঘুরি টুরি, ফোনের জন্য অপেক্ষা করি। এক সপ্তাহ পরে আবার সেই নাম্বারটা থেকে কল। ধড়মড় করে উঠে গিয়ে ধরলাম।

– ফলোআপ রিপোর্ট পেলাম না যে

– ফলোআপ?

– কেন সেরকমই তো কথা ছিল।

– এ্যা, মনে ছিল না, বা বুঝতে পারি নি। এখন ফোনে বলবো?

– ফোনে তাড়াহুড়ো করে বলার দরকার নেই, আজকে বিকালে আমার এখানে আসো

রিমি পাশ করার আগে থেকেই ঐ পেট্রোলীয়ামটাতে পার্ট টাইম চাকরী করছে। গুলশানে ওর অফিসে গেলাম।

– আপনার সাবজেক্টের সাথে তেল কোম্পানীর রিলেশন প্রেটি স্ট্রেঞ্জ

– স্ট্রেঞ্জ কেন? রিনিউয়েবল এনার্জিতে রিসার্চের একটা বড় অংশ তেল কোম্পানী গুলো করছে। অল্টারনেট সোর্স পাওয়া গেলে ওরা ক্ষতিগ্রস্ত হবে সবার আগে

– আমার ধারনা ছিল ওরা এর বিপক্ষে হবে

– শোন তোমাকে বলি, প্রস্তর যুগ যেমন পাথরের অভাবে শেষ হয় নি, সেরকম তেলের যুগও তেলের অভাবে শেষ হবে না, অল্টারনেট এনার্জির জন্য হবে। এটা অবশ্য আমার কথা না, খুব সম্ভব সৌদি তেলমন্ত্রী বলেছিল। কিন্তু ভেরী রিজনেবল

কথা বলতে বলতে নীচের ফ্লোরে ক্যাফেতে চলে এলাম।

– ডু ইউ ফীল ইট, মিথ্যা বলবে না

– ইটস রিয়েল, বললাম আপনাকে। এরকম আগেও হয়েছে, শুধু এবার ইনটেনসিটি বেশী

– উদাহরন শুনি

– আপনাকে নিয়ে পালিয়ে যেতে ইচ্ছা হয়, অনেস্টলী বলছি

– কোথায় পালিয়ে যেতে

– কোন দ্বীপে হয়তো

– কিভাবে

– একটা প্ল্যান ছিল ফাইভ সিক্সে থাকতে। সাবমেরিন বানাবো, সেভাবে। এখন ঠিক জানি না কিভাবে করবো। মানে জানলে তো সেটা করেই ফেলতাম বসে থাকতাম না

– আচ্ছা ধরো সাবমেরিনে করে গেলাম, তারপর?

– তারপর একা দ্বীপে আমি হব এডাম আর আপনি ইভ

– পুরোনো কাহিনী। এর বাইরে আর কিছু?

– আমার ধারনা এডাম ঈভ টাইপের ফ্যাসিনেশন আমাদের অন্তত ছেলেদের মাথার ভেতরে খুব স্ট্রং। কারো প্রেমে পড়লে তাকে নিয়ে এরকম ইচ্ছা অনেকেরই হয়। ইভকে প্রটেকশন দিয়ে রাখার একটা ইচ্ছা তৈরী হয়। দ্বীপে হয়তো সেটা সহজ?

– ওকে তোমাকে দুইদিন সময় দিলাম। প্রচলিত কাহিনীর বাইরে কিছু শুনতে চাই

এরপর মাঝে মাঝেই ওর অফিসে যেতাম। ওর ব্রিটিশ ম্যানেজার ক্রিস্টোফার আর তার ওয়াইফ বেথ এর সাথে পরিচয় হল একদিন। বেথ ফিসফিসিয়ে রিমিকে বললো, হি লুকস ভেরী ইয়াং

– হি ইজ। ফ্রেশম্যান ইন মাই স্কুল

– ওহ দ্যাটস ওয়ান্ডারফুল। ইউ উইল নেভার রিগ্রেট

এতদিনে একবার মাত্র অল্প সময়ের জন্য হাত ধরার সুযোগ পেয়েছি। তবে এ নিয়ে আমার অভিযোগ নেই। ওভারঅল অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বেস্ট টাইম অফ মাই লাইফ। রিমি বুদ্ধিমতী, সেল্ফ কনফিডেন্ট মেয়ে। যে কারনে সে খুব ডিরেক্ট, এবং সহজবোধ্য। অথবা স্রেফ নিজের অবস্থানের কারনে ম্যানিপুলেটিভ হতে হয় না। আমি নিজে খুব কমফোরটেবল বোধ করি, হেড গেমস নিয়ে ভাবতে হচ্ছে না। যা ভাবি সেটাই বলি, রিমিও সেভাবে আচরন করে। একদিন বিকালে সে বললো, অফিসের কনফারেন্সে সে জাকার্তা যাচ্ছে, ভাবছে আমাকে সঙ্গে নেয়া যায় কি না।

– কি? আমি যাবো? কিভাবে? আমি তো আপনার ওখানে চাকরী করি না

– ভাবছি ক্রিসকে বলে একটা ইনভাইটেশন যদি বের করা যায়। তাহলে তোমার সেই দ্বীপের এডভেঞ্চারটা হবে

বলে সে হেসে ফেলল।

– ওহ আপনি তাহলে অপছন্দ করেন নি

– দেখা যাক, কল্পনা আর বাস্তবে কতটুকু মিলে

দুদিন পর রিমি ইনভাইটেশন লেটার দিল। বেশ দৌড়াতে হলো ভিসা টিকেটের জন্য। ল্যাপটপ কেনার জন্য টাকা জমাচ্ছিলাম। প্রায় একবছরের টিউশনী করে জমানো ত্রিশ হাজার। রিমিই বেশীর ভাগ খরচ বহন করবে, আমি আমার চেষ্টা করলাম। বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিলাম আরো দশ। বাসায় বললাম নেপাল যাচ্ছি ফ্রেন্ডদের সাথে, মার কাছ থেকে কিছু টাকা বের করে নিলাম। ভীষন থ্রীল অনুভব করছি। যা এড্রেনালিন শরীরে তৈরী হয় পুরোটাই মনে হয় খরচ হয়ে যায়। রিমি নিজেই একদিন আমার হাত চেপে ধরে বললো, যাচ্ছি তাহলে আমরা তাই না?

– তাই তো মনে হচ্ছে

– হাউ ডু ইয়ু ফীল

– আগ্রহী! উতকন্ঠিত!

রিমির পরামর্শে শুধু একটা ক্যারি অন লাগেজ নিয়ে বাসা থেকে বের হলাম। ওর অফিস থেকে গাড়ীতে দিয়ে আসবে এয়ারপোর্টে। মাঝরাতের মালয়শিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট। এর আগে তিন চারদিন ভালোমত কাজকর্ম করতে পারছিলাম না। ঘনিষ্ঠ বন্ধুদেরকেও বলা হয় নি যে দেশের বাইরে যাচ্ছি। টেন্সড নার্ভ নিয়ে রিমির অফিসের সামনে ওকে দেখলাম। শার্ট প্যান্ট পড়ে এসেছে। আমাকে বললো, রেডি?

– হু

গাড়িতে উঠে পাশে বসে আমার হাতটা নিল, হাতে হাত চেপে তারপর অনেকক্ষন আমরা নিজেদের দিকে তাকিয়ে শেষে হেসে ফেললাম।

রিমি স্বভাবসুলভ মুচকি হেসে বললো, ইটস হ্যাপেনিং … ফর রিয়েল।

Comments

Scroll To Top